ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, এপ্রিল ২৮, ২০২৪
মেহেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত

মেহেরপুর: মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটের দিকে জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

বামন্দী নিশিপুর এলাকার স্কুলশিক্ষক ফেরদৌস আহমেদ জানান, রাত ৮টা ৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থায়িত্ব প্রায় ৪/৫ সেকেন্ড ছিল। এ সময় পরিবারের সবাইকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ি।  

নওপাড়া গ্রামের আব্দুর রহমান নামের একজন জানান, এলাকায় ভূমিকম্প হওয়ায় মানুষজন ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

মেহেরপুর শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান, শহরের হালদারপাড়া এলাকার সৌরভ ও শাহাবুদ্দিন।

গাংনী উপজেলা শহরের ব্যবসায়ী জাফর ও তার কর্মচারী ঝন্টু মিয়া বলেন, পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমবার বুঝতে পারিনি। পরের বার যখন হয় ৫/৬ সেকেন্ড ছিল। দোকানের সব মালামাল ঝাঁকুনি খেয়েছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ভূমিকম্প বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তবে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি তারা তেমন কোনো তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।