ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে কিশোরের মৃত্যু, স্বজনরা বলছেন হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
টাঙ্গাইলে কিশোরের মৃত্যু, স্বজনরা বলছেন হত্যা 

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় সাইম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের রানাগাছা নামক স্থানে (বাড়ির পাশে) যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইম। পরে তার বন্ধুরা সাইমকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। এসময় সাইমের মা ছেলের কি হয়েছে জানতে চাইলে তারা বলে মাচা (বাঁশ দিয়ে তৈরি বসার স্থান) থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে তার মাথায় পানি ঢালতে গিয়ে স্বজনরা দেখে তার বুক থেকে রক্ত বের হচ্ছে। পরে তাড়াতাড়ি টাঙ্গাইল সদর হাসপাতালে  নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা সোহাগ বলেন, সাইমকে খুন করা হয়েছে। কিন্তু কী এমন ঘটনা ঘটেছে যে আমার ভাগ্নেকে মেরে ফেলতে হবে?

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা কিছু বলতে পারছি না। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।