ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ

ঢাকা: পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত অন্য জায়গায় সরাতে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটর বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মির্জা আজম, শামীম ওসমান, মো. আব্দুল ওদুদ, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ মোহিত উর রহমান, এ বি এম আনিছুজ্জামান এবং শেখ আনার কলি পুতুল বৈঠকে অংশ নেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সাভার চামড়া শিল্প পার্কের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়।

এ বৈঠকে পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত অন্যত্র সরানোর কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে যমুনা সার কারখানা এবং ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু রাখার যথাযথ ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় কমিটির কাছে উপস্থাপন করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।