ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মমতা ওই এলাকার ধবলসুতি গ্রামের মৃত বদির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রবন ও মানসিক প্রতিবন্ধী মমতা বেগম রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।