ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতাসহ আটক ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি তৈরির মূল হোতাসহ দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এসএজি বিভাগের অ্যান্টি ইলিগ্যাল আর্মস রিকোভারি টিম।

অভিযানে একজন শিশু ভুক্তভোগীকে উদ্ধার করেছে সিটিটিসি।

এছাড়া বিপুল পরিমাণ শিশু পর্নোগ্রাফি কনটেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।