ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে হোস্টেলের ৬তলা থেকে লাফিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
মিরপুরে হোস্টেলের ৬তলা থেকে লাফিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরে মহিলা হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে মিরপুর বাংলা কলেজের এক ছাত্রী মারা গেছেন। তার নাম রাদিয়া তেহরিন (১৯)।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে মিরপুর ১০ মহুয়া মঞ্জিল ব্যতিক্রম নামে একটি মহিলা হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। এ অবস্থায় স্থানীয়রা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাদিয়া তেহরিন ব্যতিক্রম হোস্টেলে থেকে মিরপুর বাংলা কলেজে অনার্স প্রথম বর্ষে (বাংলা বিভাগ) পড়তেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।