ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
না.গঞ্জে নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে দায়িত্ব পালনকালে নিজের শটগানের গুলিতে আফজাল হোসেন (২২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি গুলিতে আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।

জানা যায়, আফজাল বন্দর থানাধীন ইউএনও অফিসের নিরাপত্তাকর্মী ছিলেন। দায়িত্ব পালনকালে বিকেলে নিজের শটগানের গুলি তার মাথায় লাগে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি নিজেই সুইসাইড (আত্মহত্যা) করেন। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।