ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু  প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীতে মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে ফায়জুন্নেসা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে নরসিংদী আরশীনগর এলাকার রেল ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফায়জুন্নেসা রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী।  

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বহনকারী ট্রেনটি নরসিংদীর আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ফায়জুন্নেসা নামে ওই বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ সুরতহাল করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।