ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

মাদারীপুর: হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শিবচর থানা পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাইকোর্টের একটি রায়ের কপি নিয়ে জালিয়াতি করার অভিযোগে করা মামলায় শিবচর থেকে মঙ্গলবার  রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় ২০২৪ সালের ১৫ এপ্রিল মামলাটি করা হয়। তিনি মামলা নম্বর ২২, ধারা ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এর এজাহারভুক্ত আসামি।  

রুহুল আসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মুন্সী বদর উদ্দিন আহমেদের ছেলে। তিনি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের একটি রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।