ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল মহাসড়কে ১২ কি‌লোমিটা‌র অং‌শে ধীরগতি, ভোগান্তি চরমে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
টাঙ্গাইল মহাসড়কে ১২ কি‌লোমিটা‌র অং‌শে ধীরগতি, ভোগান্তি চরমে

টাঙ্গাইল: টাঙ্গাইলে ঈদযাত্রায় মহাসড়‌কের যাত্রী‌দের চরম ভোগা‌ন্তি পোহাতে হ‌চ্ছে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে। এছাড়া মহাসড়কের কোথাও কোথাও প‌রিবহনের জটলা থাকায় থে‌মে থে‌মে চলাচল করছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১টার‌ দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেত‌ু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১২ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ সড়কের কোথাও কোথাও প‌রিবহন থে‌মে যা‌চ্ছে। এছাড়া টাঙ্গাইল অং‌শের মহাসড়‌কের আর কোথায় যানজট বা প‌রিবহনের ধীর‌গ‌তি নেই। চন্দ্রা থেকে এলেঙ্গা চার‌লে‌নের সু‌বিধা‌ভোগ ভোগ কর‌লেও প‌রের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নের সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। ফ‌লে ওই সড়‌কের যানজট চার‌ লে‌নে গিয়ে পৌঁছে।  

এদি‌কে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে না‌ভিশ্বাস যাত্রী‌দের। ঈদে বা‌ড়ি ফেরা এসব মান‌ুষজন মহাসড়‌কে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে তীব্র ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, গা‌ড়ি কোথাও থে‌মে নেই। একটার পেছ‌নে আরেকটা প‌রিবহন চলাচল কর‌ছে। ঈদে প‌রিবহ‌নের সংখ‌্যা বাড়ায় এমন প‌রি‌স্থিতির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। প্রতিবছরই ঈদের আগে এমন প‌রি‌স্থি‌তি তৈ‌রি হয় মহাসড়‌কে।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। গা‌র্মেন্টসহ সব প্রতিষ্ঠান বন্ধ হ‌য়ে যাওয়ায় একসঙ্গে প‌রিবহ‌নের চাপ বাড়‌ছে মহাসড়‌কে। ত‌বে আস্তে আস্তে স্বাভাবিক হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।