ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় পোশাককর্মী নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
আশুলিয়ায় বাসচাপায় পোশাককর্মী নিহত দুর্ঘটনাস্থল

সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমা আক্তার (২৭) নামের পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিং পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের অপেক্ষা করছিলেন সিমা আক্তার। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এ সময় সিমা গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।