ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মহিউদ্দিন (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার কবির হোসেন ইকবালের ছেলে।  

রাজাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ভাণ্ডারিয়াগামী ইতি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বলেন, এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।