ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আম বাগানে শুঁয়োপোকার আক্রমণ, প্রতিকার দাবিতে চাষিদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, এপ্রিল ৪, ২০২৪
আম বাগানে শুঁয়োপোকার আক্রমণ, প্রতিকার দাবিতে চাষিদের মানববন্ধন

সাতক্ষীরা: মৌসুম শুরুর আগেই শুঁয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান। চাষিরা অভিযোগ করছেন, কৃষিবিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়ো পোকার আক্রমণ।

বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষিরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আম চাষি মো. ইদ্রিস আলী।  

মানববন্ধনে বক্তারা বলেন, শুঁয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনো রকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামে এক আম চাষির ৫০ বিঘা জমির আম বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি টেনশনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুঁয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- আম চাষি আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।