ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির সেপ্টিক ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
বাড়ির সেপ্টিক ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট: বাড়ির সেপ্টিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওয়াজেদুল লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকার বাসিন্দা হটফুডল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে। সে লালমনিরহাট ক্যান্টন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে একাকি ফুটবল খেলছিল স্কুলছাত্র ওয়াজেদুল। এ সময় সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভাঙা পেলে নিচে তাকে পড়ে থাকতে দেখতে পান। খবর দেওয়া হলে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে সেপ্টিক ট্যাংক থেকে ওয়াজেদুলকে উদ্ধার করে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওয়াজেদুলকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।