ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাটকা আহরণ-পরিবহনের দায়ে মুলাদীতে ১০ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
জাটকা আহরণ-পরিবহনের দায়ে মুলাদীতে ১০ জনকে জরিমানা

বরিশাল: জেলার মুলাদীতে অভিযান চালিয়ে জাটকা আহরণ ও পরিবহনের দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থেকে চারটি বেহুন্দী জাল ও ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র‍্যাব-৮, মুলাদী থানা পুলিশ ও নাজিরপুর ফাঁড়ির নৌ পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালায়।  এ সময় চারটি বেহুন্দী জাল ও ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা আহরণ ও পরিবহনের অপরাধে ১০ জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে আটক ১০ জনকে সোপার্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি জব্দ জাটকাগুলো ১৪টি এতিমখানাসহ গরীব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।