ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
রাজবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজবাড়ী: রাজবাড়ীতে স্বর্ণা (১৮) নামে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে যুবক সোহেল মৃধাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ এপ্রিল) এ ঘটনায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সোহেল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। সোহেলের স্ত্রী মোছা. স্বর্ণা (১৮) রাজবাড়ী সদরের জৌকুড়া গ্রামের মো. মুন্নাফ মৃধা ওরফে বোনা মৃধার মেয়ে।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান জানান, দেড় বছর আগে সোহেল ও স্বর্ণার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্বর্ণা সোহেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজন বিয়ে করেন। বিয়ের পর থেকে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। ১৫-১৬ দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বর্ণা রাগ করে তার বাবার বাড়ি চলে যায়।  

পরে সোমবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে সোহেল শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রী স্বর্ণার সঙ্গে সুন্দর ব্যবহার করে সেখানে অবস্থান করে। বিকেল সাড়ে ৩টার দিকে স্বর্ণার রুমের ভেতরে ডাক চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন রুমে গিয়ে স্বর্ণার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় স্বর্ণার স্বামী সোহেল ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার স্বর্ণার মা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বর্ণাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ওড়না উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।