ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
মেহেরপুরে ট্রাকচাপায় ২ যুবক নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে ট্রাকচাপায় কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন।  

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসানুজ্জামানের (২০) নাম পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।  

হাসানুজ্জামান মেহেরপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, সকালে একটি ট্রাক বাইসাইকেলআরোহী হাসানুজ্জামানকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবার আরেক বাইসাইকেলআরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে পুলিশে খবর দিলে চালককে আটক করা হয় ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।   
খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।