ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
গোবিন্দগঞ্জে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপভ্যান থেকে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাউডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে বিপ্লব কুমার (৩০) ও একই থানাধীন পুরুষা ফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে আসলাম ওরফে সাদ্দাম (৩০)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ফাঁসিতলা এলাকায় তল্লাশি চালায় র‍্যাব। এ সময় লালমনিরহাট থেকে বগুড়াগামী পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ বিপ্লব ও আসলামকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।