ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খালার বাড়ি ঈদের বাজার দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
খালার বাড়ি ঈদের বাজার দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

জয়পুরহাট: খালার বাড়ি ঈদের বাজার দিয়ে ফেরার পথে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় মুকুল হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।

 

নিহত মুকুল হোসেন আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।  

পুলিশ ও স্বজনরা জানান, মুকুল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। দেড় মাস আগে পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে বাড়ি আসেন তিনি। শুক্রবার সকালে একই উপজেলার গণিপুর গ্রামে খালার বাড়িতে ঈদের বাজার দিতে যান মুকুল। সেখান থেকে বাড়ি ফেরার পথে হলহলিয়া ব্রিজের কাছে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মুকুল।

নিহতের বড় ভাই কাঁঠালবাড়ী মোড়ের মুদির ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, একসঙ্গে ঈদ করার জন্য মুকুল দেশে এসেছিল। মুকুলকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সব আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হলো।  

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।