ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
সরাইলে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে মো. শওকত মিয়া (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) নদীতে সে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

নিহত শওকত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

জানা গেছে, গত মঙ্গলবার শওকতসহ কয়েকজন মিলে ছাত্র মিলে মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসায় শিক্ষকদের জানালে ওইদিন ডুবুরি না পেয়ে পরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুঁজি করে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।