ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে চলন্ত পিকআপভ্যানে আগুন, মালামাল পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
কিশোরগঞ্জে চলন্ত পিকআপভ্যানে আগুন, মালামাল পুড়ে ছাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মালামাল ভর্তি একটি চলন্ত পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত পিকআপভ্যানে হঠাৎ আগুন লাগে। এ সময় পিকআপভ্যান থেকে চালক দ্রুত নেমে পালিয়ে যান। পিকআপভ্যানে আগুনের ঘটনাটি দেখে এলাকাবাসী পুলিশের ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। এর আগেই পিকআপভ্যানে থাকা প্লাস্টিকের পাইপ, গ্যাসের চুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে। অফিস থেকে পানি রিজার্ভের বড় গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গড়িটি সিএনজিচালিত হওয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়ির চালক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।