ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে রাস্তায় মিলল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
গুলিস্তানে রাস্তায় মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা: রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনের রাস্তা থেকে এক বৃদ্ধের উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি।

বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কানাই সরকার জানান, ওই বৃদ্ধ গতরাত থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি রাস্তায় শুয়ে ছিলেন। সকালে স্থানীয়রা তার কোনো নড়াচড়া না দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরবর্তিতে সেখান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তার পরনে রয়েছে লুঙ্গি ও পাঞ্জাবি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।