ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরকলে ৫ জনের মৃত্যু ছিল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
বরকলে ৫ জনের মৃত্যু ছিল স্বাভাবিক

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট গ্রামে ৫ জনের মৃত্যুকে স্বাভাবিক বলছে চিকিৎসকরা।  

শনিবার (২৩ মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর।

ডা. সাগর বলেন, যারা মারা গেছেন তাদের সবার মৃত্যু স্বাভাবিক ছিল। মারা যাওয়া ব্যক্তিরা কেউ লিভার, কিডনি ও প্যারালাইসিসজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বর্তমানে যারা অসুস্থ তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। মূলত ঋতু চক্র পরিবর্তনের কারণে অসুস্থরা সর্দি, কার্শিতে ভুগছিলেন। যারা মারা যান তারা মূলত পাহাড়ি কবিরাজি চিকিৎসার লতা পাতা সিদ্ধ করে খাওয়ার ফলে এ সমস্যায় পড়েছিলেন।

এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত বরকলে জ্বর, রক্তবমি ও পেট ব্যথায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরপর গত ২১ মার্চ একটি মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা দিতে ঘটনাস্থলে যান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।