ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা

সিলেট: ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান ও জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মঙ্গলবার (১৯ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিসিক থেকে জানা গেছে, নগরের লালাদিঘীরপার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পূনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোডসহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের উচ্ছেদ ও জরিমানা করা হয়।

এ সময় বিভিন্ন দোকান মালিকদের নগদ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানও উচ্ছেদ করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মহানগর পুলিশের আভিযানিক দল ও সিসিক কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।