ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মার্চ ১৭, ২০২৪
বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোহাইলবাড়ী এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার খামারপাড়া এলাকার হান্নান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৪) ও একই উপজেলার রতনদিয়া এলাকার মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।  

তিনি বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর গোহাইলবাড়ী বাজারের বাস কাউন্টার থেকে নাজমুল ও আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।