ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান গণপূর্তমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান গণপূর্তমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু যখন স্কুলে পড়তেন, তখন থেকেই সমাজের দুস্থ ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি ও ভালোবাসা ছিল।

সবার অজান্তে তিনি দরিদ্র মানুষের পাশে থেকেছেন। এমনকি নিজের গায়ের চাদরটিও বিলিয়ে দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানাই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব কথা বলেন মন্ত্রী।  

জেলা প্রশাসন ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।