ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বিআরটিসি বাসে গাঁজা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
আড়াইহাজারে বিআরটিসি বাসে গাঁজা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার যাত্রীবাহী বিআরটিসি বাস থেকে গাঁজাসহ মাহাবুব (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

শনিবার (১৬ মার্চ) মানিকপুর বিশনদী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু বলেন, মানিকপুর বাজার এলাকার মেসার্স হাসু এন্টারপ্রাইজের সামনের রাস্তায় দাড়ানো যাত্রীবাহী বিআরটিসি বাসে আমরা তল্লাশি চালিয়ে গ্রেপ্তার মাহাবুবকে ৬ কেজি গাঁজাসহ পাই। তার বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমআরপি/জেএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।