ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাংশায় রেলওয়ের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্রেপ্তার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ১১, ২০২৪
পাংশায় রেলওয়ের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্রেপ্তার এক

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের বারেক মোড়ের রেলগেট এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।

এ সময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় পাংশায় নবনির্মিত বিসমিল্লা টাওয়ারের ম্যানেজার মো. নাসির নামে এক ব‍্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, এক সময় পাংশার নারায়ণপুর মৌজায় রেলওয়ের জায়গা ছিল ৫০ একরের বেশি। এর মধ্যে ২২ একরের বেশি জমি বেদখল হয়ে গেছে।  

দখলকারীরা বিভিন্ন সময়ে ব‍্যক্তি বা সংস্থার নামে রেলওয়ে জায়গা রেকর্ড করে দখল করে নিয়েছে। রেলওয়ের জমি উদ্ধারের জন্য রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

এ সময় উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার, পাকশী রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা জিআরপি পুলিশসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।