ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের দিন চলবে না মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
ঈদের দিন চলবে না মেট্রোরেল

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে। আসন্ন রমজান মাসের প্রথম ১৫ দিন কোনো সময় পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ও উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টায় ছাড়বে।

যদিও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আগের ঈদে বন্ধ থাকার কথা বললেও গত বছরের ঈদুল ফিতরে চালু ছিল মেট্রোরেল।

আরও পড়ুন>>
>>> মেট্রোরেলে ইফতার করার বিষয়ে যা জানাল ডিএমটিসিএল
>>> রমজানের শেষ ১৫ দিন বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

বাংলাদেশ সময় ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।