ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পুলিশ সদস্য নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পুলিশ সদস্য নিহত 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৯ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনুস আলী টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে।  

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে বাসাইল উপজেলার গুল্লাহ নামকস্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ইউনুস আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোড়াই থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।