ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আহমদ কায়কাউসের পিআরএল পুনর্বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আহমদ কায়কাউসের পিআরএল পুনর্বহাল

ঢাকা: প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের অবসরোত্তর ছুটি (পিআরএল) পুনর্বহাল করেছে সরকার।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কায়কাউসের স্থগিতকৃত অবসরোত্তর ছুটি পুনর্বহাল করে বুধবার (৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে মেয়াদ পূরণের দুই বছর বাকি থাকতে গত ৭ ফেব্রুয়ারি কায়কাউসের চুক্তি বাতিল করে সরকার।

কায়কাউসের ইচ্ছে অনুযায়ী এ চুক্তি বাতিল করা হয়েছিল বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানান। এরপর গুঞ্জন উঠে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।

২০২০ সালের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল কায়কাউসের। কিন্তু মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগের সময় কাউকাউসের পিআরএল স্থগিত করা হয়।  

পরে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের সময়ও তার পিআরএল স্থগিত ছিল। এখন স্থগিত থাকা পিআরএল পুনর্বহাল করলো সরকার।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।