ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
সিলেটে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি আটক

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ইয়াবার চালানসহ হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯। এ সময় তাদের কাছে থেকে ৪৭ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (০৫ মার্চ) সকালে র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সোমবার (০৪ মার্চ) বিকেল ৫টার দিকে মাইজকান্দি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৭ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ আটকদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাব কর্মকর্তা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।