ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ফাঁস দিলেন ঋণে জর্জরিত চাল ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
মানিকগঞ্জে ফাঁস দিলেন ঋণে জর্জরিত চাল ব্যবসায়ী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় অরুন তরফদার (৪৫) নামে এক চাল ব্যবসায়ী ঋণে জর্জরিত হয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার বানিয়াজুরি এলাকার ডুমরা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানা পুলিশ।

অরুন তরফদার (৪৫) উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের বাগ-বানিয়াজুরি এলাকার অনিল তরফদারের ছেলে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অরুন তরফদার নামে এক চাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।