ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে মদপানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
মির্জাপুরে মদপানে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১ মার্চ) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

মৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)।

হেলাল পেশায় একজন কসাই এবং কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক। তারা দুজনেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।  

হাসপাতাল, স্থানীয় লোকজন ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করেন হেলাল ও কাদেরুল। পরে তারা অসুস্থ হলে রাতেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে হেলাল ও দেড়টার দিকে কাদেরুলের মৃত্যু হয়।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে কালিয়াকৈর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।