ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গণধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডাকাত সাদ্দাম গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
গণধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডাকাত সাদ্দাম গ্রেপ্তার  গ্রেপ্তার : প্রতীকী ছবি

ঢাকা: লক্ষ্মীপুরের স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে (১৩) গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন রহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন রহিম আন্তজেলা ডাকাত দলের সদস্য। ঘটনার পর সে দীর্ঘ ১০ বছর পালিয়ে জীবনযাপন করে আসছিল।  

তিনি বলেন, এ বিষয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসজেএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।