ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

রাজবাড়ী: জেলায় শরিফ খান (৩৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কালুখালি উপজেলার রুপসা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফ খান কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

শরিফের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্লুইচ গেট এলাকায় মুদি ও বিকাশের দোকান ছিল শরিফের। গতকাল (বুধবার) রাতে বাড়ির পাশের এক মাহফিলে যান তিনি। সেখান থেকে ফেরার পথে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।