ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুটপাতে উঠে দিনমজুরকে চাপা দিল ট্রাক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ফুটপাতে উঠে দিনমজুরকে চাপা দিল ট্রাক

ঢাকা: রাজধানীর বাড্ডায় ট্রাকচাপায় শাহজাহান (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি দিনমজুরের কাজ করতেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড্ডা-আফতাবনগর সড়কে সিরাজ কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে শাহজাহানকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালে যাওয়া ডিপিডিসির ঠিকাদার মো. শহীদ মিয়া বলেন, শাহজাহান দিনমজুর ছিলেন। কয়েকদিন ধরে কাজ করছিলেন। সড়কে মাটি খোঁড়ার কাজে ছিলেন তিনি।  

ফুটপাতের টাইলস ভাঙার সময় একটি ট্রাক ফুটপাতে উঠে শাহজাহানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় নাগরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানান তিনি।  

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাক ও এর চালককে পুলিশে দেওয়া হয়েছে। মৃত শাহজাহানের বাড়ি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামে। বাবার নাম মোজাম্মেল হোসেন। মেরুল বাড্ডায় থাকতেন দিনমজুর শাহজাহান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।