ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেডিকেলে সুযোগ পাওয়া মেহেদীর পাশে দাঁড়ালেন এমপি জান্নাত আরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
মেডিকেলে সুযোগ পাওয়া মেহেদীর পাশে দাঁড়ালেন এমপি জান্নাত আরা  পরিবারের সদস্যদের সঙ্গে মেহেদী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র লন্ড্রিম্যানের ছেলে মেহেদী হাসান (১৮)।  

আর তার লেখাপড়ার দায়িত্ব নিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার জামতৈল ইউনিয়নের চরকুড়া গ্রামে মেহেদীর বাবা লন্ড্রিম্যানের আমজাদ হোসেন বাড়িতে যান উপজেলা আওয়ামী লীগের নেতারা।

তারা বলেন, মেহেদীর ভর্তির বিষয়ে ড. জান্নাত আরা তালুকদার হেনরী এমপি দায়িত্ব নিয়েছেন। মেহেদীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এমপি জান্নাত আরা হেনরী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ পাশে থাকবে।

এ সময় ভিডিওকলের মাধ্যমে মেহেদী ও তার বাবা-মার সঙ্গে কথা বলেন ড. জান্নাত আরা হেনরী।  

তিনি এই পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, আমি মেহেদীর পাশে আছি। মেহেদীকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন।

জানা যায়, লন্ড্রিম্যান আমজাদ হোসেনের বড় ছেলে মেহেদী হাসান লেখাপড়ার পাশাপাশি বাবার কাজেও সহযোগিতা করতেন। অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন। ২০২১ সালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে এ প্লাস, ২০২৩ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকেও এ প্লাস পান।  

২০২৪ সালে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৯৯২তম স্থান অর্জন করেছেন মেহেদী।  

আগামী ২০ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তির তারিখও নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু ভর্তির টাকা ও ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মেহেদী ও তার বাবা-মা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।