ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাবুখালী ডিগ্রি কলেজে শহীদ মিনার ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
মাগুরায় বাবুখালী ডিগ্রি কলেজে শহীদ মিনার ভাঙচুর

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের শহীদ মিনারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে দিয়েছে।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষা শহীদদের স্মরণে কলেজের প্রাচীরের দক্ষিণ পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছেল। পরে এই মিনারটি রেখে বড় পরিসরে আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রতিবছর ভাষা দিবসে কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে ভেঙে ফেলা শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় ছিল।  

তিনি আরও বলেন, সোমবার রাত পৌনে একটার দিকে নৈশ প্রহরী রউফ মৃধা মোবাইল ফোনে জানান, শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, ২১ ফেব্রুয়ারিতে ভাষা দিবস পালনে বাধাগ্রস্ত করতেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বাবুখালী পুলিশ পরিদর্শন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।