ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকার-মাইক্রোবাসে যাত্রী বেশে উঠতো ‘মামা পার্টি’, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
প্রাইভেটকার-মাইক্রোবাসে যাত্রী বেশে উঠতো ‘মামা পার্টি’, আটক ৫

ঢাকা: যাত্রী সেজে প্রাইভেটকার ও মাইক্রোবাসে উঠে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করে ছিনতাই করতো ‘মামা পার্টি’। এ চক্রের মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জমসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১০)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে বাকি অভিযুক্তদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামা পার্টির মূলহোতাসহ এ চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।