ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী  স্বামী বিল্লালের সঙ্গে ফ্রান্সিসকো

নারায়ণগঞ্জ: প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে ছুটে এসেছেন ফ্রান্সিসকো নামের এক তরুণী।  

তার প্রেমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছেলে বিল্লাল হোসেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিল্লাল হোসেনের সঙ্গে বিয়ে হয় ফ্রান্সিসকোর। বর্তমানে তারা বন্দরেই সংসার করছেন।

পরিবারের সদস্যরা জানায়, আট বছর আগে কাজের জন্য আফ্রিকা যান বিল্লাল। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এর কিছুদিনের মাথায় বিল্লালকে চমকে দিয়ে নারায়ণগঞ্জে চলে আসেন ফ্রান্সিসকো। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মনি হোসাইন।

বিল্লাল হোসেন বলেন, ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি বাংলাদেশে চলে এলে সেও চলে আসবে। সম্প্রতি আমি দেশে ফিরে এলে কয়েকদিন পর সেও বাংলাদেশে চলে আসে।

ফ্রান্সিসকো বলেন, বিল্লালের খুব ভালো ছেলে। তার পরিবারের সদস্যরাও আমাকে খুব স্নেহ করেন। আমি মুগ্ধ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।