ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।  

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে বিটিআরসির চেয়ারম্যান কমিশনের নেওয়া কার্যক্রম তুলে ধরেছেন বলে জানায় বিটিআরসির জনসংযোগ দপ্তর।

বিটিআরসির জনসংযোগ দপ্তর আরও জানায়, এ সময় প্রধানমন্ত্রী টেকসই, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এরআগে, ২০১৯ সালের ৩০ মে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে এবং ২০২২ সালের নভেম্বর থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।