ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে বাসের চাপায় রোহিঙ্গা দুই শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
টেকনাফে বাসের চাপায় রোহিঙ্গা দুই শিশু নিহত

কক্সবাজার: জেলার টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হচ্ছে- টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (০৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (০৫)।

স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের ক্যাম্প থেকে পার্শ্ববর্তী শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ও তার সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।