ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনঃনিয়োগ পেলেন জয়নাল আবেদীন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনঃনিয়োগ পেলেন জয়নাল আবেদীন

ঢাকা: রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।


বুধবার (ফেব্রুয়ারি ০৭) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।