লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বসিনটারি গ্রামে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুঁড়তে যান ছোট ভাই রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন করা নিয়ে বড়ভাই মিজানুরের সঙ্গে রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোদাল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে জখম করেন ছোট ভাই। স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মিজানুর মারা যান।
এ ঘটনায় নিহত মিজানুরের বাবা খাইরুল আমিন বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসআরএস
বাংলাদেশ সময়: ২:৫৩ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২৪ /