ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আড়াই কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
পাথরঘাটায় আড়াই কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

বরগুনা: বরগুনায় বিষখালী নদী থেকে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ড।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) জেলার পাথরঘাটা থানাধীন নিশানবাড়িয়া ঘাট, ছোনবুনিয়া, কালমেঘা, বাইনচটকী ফেরিঘাট, কাকচিড়া সংলগ্ন বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়।

পরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিসিজি পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিনের নেতৃত্বে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৪০ হাজার মিটার চরঘেরা এবং ৪ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী সময়ে পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।