ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ২৯১ টন চাল মজুদ করায় জরিমানা ৩ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
অবৈধভাবে ২৯১ টন চাল মজুদ করায় জরিমানা ৩ লাখ

নওগাঁ: নওগাঁয় অবৈধভাবে ২৯১ টন চাল মজুত রাখায় ব্যবসায়ী দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

 

এ বিষয়ে জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে চাল মজুদ করে রাখা খবর জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে অবৈধভাবে অতিরিক্ত ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখা ছিল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের মালিক দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী সাত দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ মজুমদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।