ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু  প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ট্রেনের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।  

জানা গেছে, সোমবার বিকেলে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। তাকে অনেকদিন ধরেই শিবচরের পাঁচ্চর, কুতুবপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।