ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আরও ২ বছর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক থাকছেন আজিজুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
আরও ২ বছর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক থাকছেন আজিজুর রহমান

ঢাকা: আরও দুই বছর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক থাকছেন মো. আজিজুর রহমান।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিতে আরও দুই বছরের জন্য আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (তার মূলপদ) নিয়োগ দিয়ে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

চাকরির মেয়াদ শেষে আগামী ১ ফেব্রুয়ারি আজিজুর রহমানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে আজিজুর রহমানের এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।