ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
গাইবান্ধায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ওই অটোরিকশায় চড়ে স্কুলে যাচ্ছিলেন রোকসানা। পথে খংগুয়ার ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষিকা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম দুর্ঘটনায় শিক্ষিকা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।